জাভেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট

পাকুড়িয়া, ডাকঘরঃ শিয়ালদি, উপজেলাঃ আলফাডাঙ্গা, জেলাঃ ফরিদপুর।

স্থাপিত:২০০৪, বিদ্যালয় কোডঃ ৫০৬৯, ইন নং-১০৮৬০৮

                                                                                                         

 

                                                                      অত্র প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত বর্ণনাঃ

বিদ্যালয়টি ফরিদপুর জেলাধীন আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ও বানা ইউনিয়ন এর সীমান্তবর্তী পাকুড়িয়া গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি আলফাডাঙ্গা বেড়ীরহাট সংযোগ পাকা সড়কের পাশে মনোরম পরিবেশে অবস্থিত। সম্পূর্ণ প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত, বিদ্যালয়টি শিক্ষা বিস্তারে দারুণ ভূমিকা রয়েছে। সুদক্ষ ম্যানেজিং কমিটি এবং যোগ্য শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ২৫০ জন। ৫৯৪০ বর্গফুটের ১৩টি কক্ষ সম্বলিত এল আকৃতির দো’তলা ফাউন্ডেশনের উপর নির্মিত অত্যাধুনিক তিনটি বিদ্যালয় ভবনে রয়েছে উন্নতমানের আসবাবপত্র। শিক্ষার অনুকুল পরিবেশ সম্বলিত বিদ্যালয়ের ৮৪৩৯ বর্গমিটার একটি খেলার মাঠ রয়েছে। ৫টি কক্ষ সংলগ্ন বিদ্যালয়ের রয়েছে ৬টি স্বাস্থ্যসম্মত পায়খানা এবং প্রসাবখানা। এছাড়া ছাত্রদের জন্য রয়েছে বাইরে স্বাস্থ্য সম্মত ১টি পায়খানা ও ২টি প্রসাবখানা। পানীয়জলের  সুবিধার জন্য রয়েছে ২টি আর্সেনিক মুক্ত টিউবওয়েল। বিদ্যালয়ের স্বতন্ত্র গ্রন্থাগারে রয়েছে ২০৫০ খানা বিভিন্ন ধরনের বই।

   Developed By: dinbodol.com. Contact us: [ E-mail: habibullah.sir@gmail.com. Mobile: 01729411121.]